ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো ‘বিগ বস’-এ শেহনাজ গিল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
আবারো ‘বিগ বস’-এ শেহনাজ গিল! শেহনাজ গিল

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ আবারো নাকি অংশ নিতে যাচ্ছেন অভিনেত্রী শেহনাজ গিল। এই রিয়্যালিটি শো’র মাধ্যমে দারুণ জনপ্রিয় হয়েছিলেন তিনি।

গুঞ্জন রয়েছে, ‘বিগ বস ১৫’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি এবং বিশেষ অতিথিদের মধ্যে সম্ভবত প্রতিযোগী ও প্রয়াত সিদ্ধার্থ শুক্লার বান্ধবী শেহনাজ গিলের আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

‘বিগ বস-১৩’তে অংশ নিয়ে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন শেহনাজ। স্বপ্ন দেখেছিলেন সংসার পাতার। কিন্তু এই অভিনেতা আকস্মিক মৃত্যু সব উলটপালট করে দেয় সব।

গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা সিদ্ধার্থ শুক্লা। তার মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ।  

সম্প্রতি শেহনাজ তার ভাই বাদশা সম্প্রতি ট্যাটু করিয়ে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে শেহনাজকে তার হাত ধরে থাকতে দেখা যায়।  

শেহনাজ সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘হনসলা রাখ’-এর জন্যও খবরে রয়েছেন। যেখানে তিনি পাঞ্জাবি সুপারস্টার এবং সোনম বাজওয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

অক্টোবরে মুক্তি পেয়েছে শেহনাজের মিউজিক ভিডিও ‘তু ইয়াহা হ্যায়’। এই গানটি শেহনাজ উৎসর্গ করেছেন সিদ্ধার্থকে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।