ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীর সিনেমা দেখে যা বললেন আরিফিন শুভর স্ত্রী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
স্বামীর সিনেমা দেখে যা বললেন আরিফিন শুভর স্ত্রী ‘মিশন এক্সট্রিম’ সিনেমার পোস্টার ও আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। শুক্রবার (৩ ডিসেম্বর) দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।  

সিনেমাটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘মিশন এক্সট্রিম’-এর বিশেষ প্রদর্শনী (প্রিমিয়ার শো) অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, সিনেমাটির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনন্য শিল্পী ও কলাকুশলীরা।

অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভ স্ত্রী অর্পিতা সমাদ্দারও। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেসংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে স্বামী শুভর আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখতে প্রিমিয়ার শো দেখতে হাজির হয়েছিলেন তিনি। এদিন দর্শকদের সঙ্গে বসে সিনেমাটিউপভোগ করেন তিনি।

সিনেমাটি দেখার পর অর্পিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘মিশন এক্সট্রিম’ সকল শিল্পী, কলাকুশলী এবং স্বামী আরিফিন শুভর অভিনয়ের প্রশংসাও করেন।

এ সময় তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দেখলাম। আমার কাছে ভালো লেগেছে। সিনেমার কলাকুশলীরা দুর্দান্ত কাজ করেছেন। সবাই খুব ভালো অভিনয় করেছেন। শুভর অভিনয়ও ভালো লেগেছে।

আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। শুভর সঙ্গে আট বছর প্রেমের পর ২০১৫ সালে ৬ ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার। বর্তমানে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।