ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হলো ‘স্বজন’ নাটকের দৃশ্যধারণ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
শেষ হলো ‘স্বজন’ নাটকের দৃশ্যধারণ ‘স্বজন’ নাটকের দৃশ্যে সারিকা

সম্প্রতি নাট্যনির্মাতা রিদম খান শাহীনের পরিচালনায় শেষ হলো ‘স্বজন’ নামের একটি নাটকে দৃশ্যধারণ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাশার ও জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন।

বিশেষ একটি চরিত্রে রয়েছেন মিরাক্কেল খ্যাত পাভেল।

নাটকের গল্পে- বর্ণচোরা লোকের চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকে। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন সারিকা। খায়রুল পরিবারের কাছে একরকম, বাইরে অন্যরকম। মূলত সে একজন প্রতারক। তার সহযোগী পাভেল। নানা জায়গায় মানুষকে ধোঁকা দিয়ে বেড়ানো যাদের কাছ। এরপর বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে একটা পরিণতির দিকে যাবে নাটকটির গল্প।

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়। ‘স্বজন’ নাটকের গল্প রচনা করেছেন জাকির হোসের উজ্জ্বল।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশরাফ কবির, হিরা মনি, মিহিরা রহমান, সাহস রিজ, রফিকুল ইসলাম, খান আমির, সুবর্ণাসহ অনেকে।  

নির্মাতা রিদম খান শাহীন জানান, শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে ‘স্বজন’ নাটকটি।  
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।