ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার রানু মণ্ডলের কণ্ঠে ‘কাঁচা বাদাম’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এবার রানু মণ্ডলের কণ্ঠে ‘কাঁচা বাদাম’ 

সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ‘কাঁচা বাদাম’ গানটি। পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কণ্ঠের এই গান রীতিমত ভাইরাল।

তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এই ‘কাঁচা বাদাম’-এর সুরে মজেছেন।

এবার এই গানটি গেয়ে ফের আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যম থেকে ভাইরাল হাওয়া রানু মণ্ডল।  

একটি ভিডিও দেখা যাচ্ছে, রানু মণ্ডল গলা ছেড়ে গান গাইছেন ‘কাঁচা বাদাম’। যা ভাইরাল হয়েছে। গান গাওয়ার সময় রানুর হাতে ছিল কাঁচা বাদাম।

গানটির মূল শিল্পী ভুবন বাদ্যকর মূলত পেশায় বাদাম বিক্রেতা। নেশা সুর নিয়ে খেলা। এদিকে তারই গান গেয়ে ইন্টারনেটে বাহবা কুড়াচ্ছেন বহু মানুষ। কিন্তু গানের স্রষ্টা কোনোভাবেই অর্থ পাচ্ছেন না। কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম।

গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায়ও পড়ে গেছেন এই বাদাম বিক্রেতা। রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন। রাস্তায় বের হলেই অনেকেই ছুটে এসে ছবি তোলার আবদার করছেন। তাতেই ভয় পাচ্ছেন তিনি!

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।