ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাপানের অ্যানিমেশন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
জাপানের অ্যানিমেশন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বাংলাদেশে আসছে জাপানের অ্যানিমেশন সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ওয়ার্ল্ড হিরোস মিশন’।  শুক্রবার (১০ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমা।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্সর মহাখালী এসকেএস টাওয়ার শাখায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

অ্যানিমেশন সিনেমা বলতে যদি আমরা কার্টুন ধরে নিই, তবে মস্ত বড় ভুল হবে! প্রতিটি সিনেমার সাধারণ সব কথোপকথনে লুকিয়ে আছে গোপন আর গভীর বার্তা। যেমন ‘মোমোতারোস ডিভাইন সি ওয়ারিয়র্স’ সিনেমার কথাই ধরা যাক।  

পরিচালক ওসামু তেজুকা জাপানি রূপকথা মোমোতারোকে সিনেমার পর্দায় তুলে আনলেন। ছোট্ট মোমোতারো দৈত্যদের সঙ্গে লড়াই করতে যায়। আসলে এটি ছিল বিশ্বযুদ্ধে জাপানের তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান। অ্যানিমেশন সিনেমার দুনিয়ায় জাপান পৃথিবীকে কম কিছু দেয়নি। ওসামু তেজুকা তো কেবল শুরু! এরপর হায়াও মিয়াঝাকি, ইসাও তাকাহাতা, কাতসুহিরো ওতমো- এমন আরও কত নামই রয়ে গেছে বাকি!

আরেকটি জনপ্রিয় সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া ম্যাঙ্গা’। এখন পর্যন্ত মুক্তি পাওয়া এই সিরিজের দু’টি সিনেমা জাপানে দারুণ সাড়া পেয়েছে। মন জিতে নিয়েছে জাপানের বাইরের বিভিন্ন দেশের দর্শকদেরও। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ওয়ার্ল্ড হিরোস মিশন’। এর পরিচালক জাপানের জনপ্রিয় নির্মাতা কেনিজ নাগাসাকি। জাপানের পর যুক্তরাষ্ট্র এবং কানাডায় মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও আশানুরূপ সাফল্য পাওয়া গেছে বলে বক্স অফিস রিপোর্টে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।