ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন গান বাঁধলেন সেই কাঁচা বাদামের ফেরিওয়ালা 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
নতুন গান বাঁধলেন সেই  কাঁচা বাদামের ফেরিওয়ালা  বাদামওয়ালা ভুবন বাদ্যকর

সম্প্রতি ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান গেয়ে ভাইরাল হয়েছেন এক ফেরিওয়ালা। এখনও সামাজিক মাধ্যমে সয়লাভ গানটি।

এই গানটি মূলত ক্রেতাদের আকৃষ্ট করতেই বানিয়েছিলেন বাদামওয়ালা ভুবন বাদ্যকর।  

এবার নতুন আরও একটি গান বাঁধলেন ভুবন। গানের শিরোনাম ‘আমি বাদাম বেঁচে খাই’। এই গানটিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

একটি ভিডিওতে ভুবন বলেন, শিল্পী হওয়ার খুব সখ ছিল। গুনগুন করতে করতে গান বেধে ফেলেছি। সবাই এখন কাচা বাদাম গান শুনতে চায়। এক গান কতবার শুনাবো? মাথা ব্যাথা হয়ে যায়। তখন মাথাব্যাথা নিয়ে গান বলতে বলে সবাই। সেসময় গাইলাম- হাই লালা হায় আমি বাদাম বেচে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, আমি বাদাম বেচে খাই।  

বাদাম বিক্রেতা ভুবনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন তিনি।  

তবে ভাজা বাদাম না বিক্রি করে কাচা বাদাম বিক্রি করেন তিনি। আর টাকা পরিবর্তে বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।