ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মিশন এক্সট্রিম’ নিয়ে জেসিআই মুভি নাইট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
‘মিশন এক্সট্রিম’ নিয়ে জেসিআই মুভি নাইট

প্রথম সপ্তাহ মাতিয়ে এবার মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশ ও দেশের বাইরে চলছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ধীরে ধীরে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বেড়েই চলছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে (মহাখালী শাখা) সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘মিশন এক্সট্রিম’র ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার ও অলাভজনক সংগঠন জেসিআই বাংলাদেশ ও জেসিআই ঢাকা ওয়েস্ট ‘মুভি নাইট’ নামে এই প্রদর্শনীর আয়োজন করে।  

বিশেষ প্রদর্শনীটিতে ‘মিশন এক্সট্রিম’র দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা সুমিত সেনগুপ্ত, দিপু ইমামসহ কলাকুশলীরা।  
এতে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২১ প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২১ প্রেসিডেন্ট ত্বহা ইয়াছিন রমাদান, ২০২২-এর নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিলসহ জেসিআই এর সকল ন্যাশনাল অফিসার এবং লোকাল প্রেসিডেন্টরা।

অনুষ্ঠানে সানী সানোয়ার বলেন, ‘‘দিন দিন ‘মিশন এক্সট্রিম’ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ছেই। আমরা সবার কাছে কৃতজ্ঞ। জেসিআই বাংলাদেশকে ধন্যবাদ তাদের সদস্যদের জন্য বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করায়। ’’

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘‘মিশন এক্সট্রিম’ দেশ এবং দেশের বাইরে মুক্তি পেয়ে সাড়া ফেলে দিয়েছে। যেহেতু আমাদের সংগঠনের সবাই তরুণ, তাই সন্ত্রাসবিরোধী এই সিনেমার সঙ্গে জেসিআই বাংলাদেশ যুক্ত হয়ে কাজ করতে পারায় বেশ ভালো লাগছে। ’’

‘মিশন এক্সট্রিম’র আরেক পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘‘প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে আমরা দর্শকদের প্রতিক্রিয়া জানছি। প্রত্যেক দর্শকদের কাছে ‘মিশন এক্সট্রিম’ নিয়ে ভালো লাগার কথা শুনছি। কেউ কেউ নানা পরামর্শও দিচ্ছেন। নিঃসন্দেহ বলতে পারি, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুবাতাস বয়ে আনছে। ’’

উচ্ছ্বাস প্রকাশ করে ঐশী বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা। সবার যদি ‘মিশন এক্সট্রিম’ দেখে ভালো লাগে তাহলে অন্যদেরও দেখতে বলবেন। আপনাদের সাপোর্ট পেলেই ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। ’’

৩ ডিসেম্বরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পায়। পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।