ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সারেগামাপা’র শম্পার সঙ্গে সাব্বিরের দুই গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
‘সারেগামাপা’র শম্পার সঙ্গে সাব্বিরের দুই গান সাব্বির নাসির, শম্পা বিশ্বাস ও প্লাবন কোরেশী

‘বিনোদিনী রাই’ শিরোনামের একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সাব্বির নাসির ও ‘সারেগামাপা’খ্যাত কলকাতার গায়িকা শম্পা বিশ্বাস। দুই বাংলার এই দু’জন শিল্পীকে এক সুতোয় বেঁধেছিলেন প্লাবন কোরেশী।

গানের কথাও তারই লেখা ছিল।

মিষ্টি প্রেমের ‘বিনোদিনী রাই’ গানটি প্রকাশের পর দুই বাংলায় দারুণ সাড়া ফেলে। এবার নতুন আরও দুটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন দুই বাংলার এই দুই শিল্পী। গানগুলোর শিরোনাম ‘হারমনি বাজাও’ অন্যটি ‘ধন্য ধন্য’। গান দুটির কথা ও সুর করছেন প্লাবন কোরেশী ।  

প্লাবন কোরেশী বলেন, বিনোদিনী রাই যখন সফল হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা তিনজন মিলে আরও কিছু ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারি। শ্রোতারাই আমাদের প্রেরণার উৎস। আমি নতুন গানে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারাই সবশেষ রায়টা দিবেন।  

শম্পা বিশ্বাস নতুন গানের বিষয়ে বলেন, যে ধরনের গান আমি করতে অভ্যস্ত সেই ধারার গানের শিল্পী, সুরকার ও গীতিকারের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালোলাগে। আর সেই কাজ করার জায়গাটা এবং সফল হবার বিষয়টির সঙ্গে প্লাবন দা এবং সাব্বির ভাই অবশ্যই জড়িত। তাদের হাত ধরেই আমার বাংলাদেশে কাজ করা। আশা করি ‘বিনোদিনী রাই’-এর মতো শ্রোতা-দর্শকরা নতুন দুটি গানও পছন্দ করবেন।

সাব্বির নাসির বলেন, গানগুলো ফোক ঘরনার। তবে প্রেমও থাকবে। আমার বিশ্বাস, গান দুটি প্রকাশের পর শ্রোতা-দর্শকরা আগের গানের মতোই পছন্দ করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।