ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বয়সে ছোট পুরুষকে বিয়ে করায় প্রশংসা, উপহার পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
বয়সে ছোট পুরুষকে বিয়ে করায় প্রশংসা, উপহার পেলেন কঙ্গনা

সাধারণ বেফাঁস মন্তব্য করে বার বার সমালোচনার মুখে পড়তে দেখা গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। তবে এবার তিনি পেলেন উপহার!

সম্প্রতি বিয়ে করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

ক্যাটরিনার চেয়ে ভিকি ৫ বছরের ছোট! বয়সে ছোট পুরুষকে বিয়ে করা নিয়ে সামাজিক মাধ্যমে ক্যাটরিনার প্রশংসা করেছিলেন কঙ্গনা।

এদিকে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই তারা উপহার পাঠালেন এই 'কন্ট্রোভার্সি কুইন'কে। কঙ্গনা নিজেই উপহারের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এই নবদম্পতির বিয়েতে যাননি কঙ্গনা, তবে আমন্ত্রিত ছিলেন কিনা তাও জানা যায়নি। তবে ভিকি-ক্যাটরিনার বিয়ে উপলক্ষে অভিনেত্রীর বাসায় পাঠানো হয়েছে ঘিয়ের লাড্ডু। লাড্ডু পেয়ে খুশিই কঙ্গনা।  

ছবি শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লেখেন, “মুখরোচক দেশি ঘিয়ে ভাজা লাড্ডু, নববিবাহিত দম্পতির কাছ থেকে। দু'জনকেই অনেক অনেক শুভেচ্ছা। ” 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।  

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা।  

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে।  

শোনা যাচ্ছে, বিয়ের পাঠ চুকিয়ে ভিকি-ক্যাটরিনা মধুচন্দ্রিমায় যাচ্ছেন মালদ্বীপে। সেখান থেকে ফিরে তাদের নিজের ফ্ল্যাটে ওঠার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।