ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহীন সুমনের সিনেমায় বাপ্পি-মিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
শাহীন সুমনের সিনেমায় বাপ্পি-মিতু শাহীন সুমন ও বাপ্পির সঙ্গে মিতু

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'জটিল প্রেম' সিনেমার পর চিত্রপরিচালক শাহীন সুমনের সঙ্গে আর কাজ করার সুযোগ পাননি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। দীর্ঘদিন পর ফের এই নির্মাতার সিনেমার নায়ক হলেন তিনি।

 

শাহীন সুমনের নতুন সিনেমা 'কুস্তিগীর'-এ চূড়ান্ত হয়েছেন বাপ্পি। এতে তার বিপরীতে রয়েছেন জাহারা মিতু।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে মিতু সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। এছাড়া বাপ্পি চূড়ান্ত হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থাকায় কাগজে-কলমে চুক্তিটা বাকি রয়েছে।

এ প্রসঙ্গে শাহীন সুমন বাংলানিউজকে বলেন, 'দীর্ঘদিন পর বাপ্পিকে নিয়ে সিনেমা নির্মাণ করছি। এবার নায়িকা জাহারা মিতু, নতুন হলেও তিনি দুর্দান্ত অভিনয় করেন। আর বাপ্পির কথা তো নতুন করে বলার কিছু নাই, সিনেমাটির জন্য নিজেকে সে তৈরি করছেন। '

গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে 'কুস্তিগীর' নির্মিত হচ্ছে বলেও জানান তিনি। সিনেমাটিতে বাপ্পিকে কুস্তিগীরের চরিত্রে পাওয়া যাবে। আগামী ২২ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে নতুন সিনেমার ঘোষণা দিয়ে বাপ্পি ফেসবুকে লেখেন, 'শাহীন ভাই, আপনার সঙ্গে আবারো কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আপনি সবসময় আমার জন্য লাকি। ' 

এছাড়া নিজের পঞ্চম সিনেমায় চুক্তিবদ্ধ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিতু।  
 
বাপ্পি-মিতু জুটির তৃতীয় সিনেমা হতে যাচ্ছে 'কুস্তিগীর'। অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। দু'টি সিনেমাই নির্মাণাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।