ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার সামনে এলো ভিক্যাটের মেহেদির ছবি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এবার সামনে এলো ভিক্যাটের মেহেদির ছবি

বলিউডের আকর্ষণীয় তারকা জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন তারা।

 

৭০০ বছরের পুরনো সিক্স সেন্স ফোর্টে বিয়ের কাজ সম্পূর্ণ করেন তারা। তবে বিয়ের আমেজ যেনো শেষ হচ্ছে না। বিয়ে ও গায়ে হলুদের পর এবার সামনে এলো ভিক্যাটের মেহেদি অনুষ্ঠানের ছবি।  

শুরুতে শোনা গিয়েছিল, বিয়ের ছবি-ভিডিও একেবারেই প্রকাশ করতে চান না ক্যাটরিনা ও ভিকি। কিন্তু বিয়ের দিনেই ছবি প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই নবদম্পতি।  

শনিবার প্রকাশ্যে আসে তাদের গায়ে হলুদের ছবি। রোববার (১২ ডিসেম্বর) সামনে এলো তাদের মেহেদি অনুষ্ঠানের ছবি।  

ছবিতে দেখা যায়, ভিকির এবং কনে ক্যাটরিনাসহ তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উৎসবে মেতে উঠেছেন। বর আর কনের দু’জনের চোখে- মুখে উজ্জ্বল হাসি। একে অপরের সঙ্গে তারা কতটা খুশি, তা ছবির মুহূর্ত গুলোই বলে দিচ্ছে।  

৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি এবং ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর।  

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা।  

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিয়েতে ৭৫ শতাংশ খরচ বহন করছেন ক্যাটরিনা। যাতায়াত, সুরক্ষা এবং অতিথিদের সমস্ত খরচের দেখভাল করার দায়িত্ব সামলেছেন নায়িকা। অন্যদিকে বিয়ের মাত্র ২৫ শতাংশ খরচ বহন করছেন ভিকি!

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।