ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থের জন্মদিনে শেহনাজের পোস্টে যে ইঙ্গিত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
সিদ্ধার্থের জন্মদিনে শেহনাজের পোস্টে যে ইঙ্গিত সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিল

প্রয়াত বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিন রোববার (১২ ডিসেম্বর)। বেঁচে থাকলে ৪০ বছর পূর্ণ করতেন এই অভিনেতা।

তবে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তার ভক্তরা।  

ভক্তদের কান্না, বেদনাভরা পোস্টের পাশাপাশি সামাজিক মাধ্যমে সিদ্ধার্থকে নিয়ে একটি পোস্ট করেছেন তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলও।  

ওই পোস্টে কিছুই লেখেননি শেহনাজ। প্রয়াত অভিনেতার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, হাসিমুখে বসে রয়েছেন সিদ্ধার্থ। সূর্যরশ্মি তার পিঠের ওপরে। পিঠের কাছাকাছি দেখা যাচ্ছে শ্বেতশুভ্র ‘পরীদের পাখা’।  

শেহনাজ মনে করেন সিদ্ধার্থ রয়েছেন, পরী হয়ে, হাসি মুখে তার সঙ্গেই। শেহনাজের এই ছবিটি পোস্ট করতেই ভক্তদের না শুকনো ক্ষত আরও একবার দগদগে হয়ে ওঠে। এই অভিনেতা প্রয়াত হওয়ার দিনটি ভেসে ওঠে তাদের মনের ক্যানভাসে।

গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ।  

বিগবস এর ১৩তম আসরে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের রসায়ন ভালোবেসেছিল দর্শক। যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তারা। তবুও তাদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালোবেসে ভক্তরা তাদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।