ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইফ-কারিনার বাড়িতে যাতায়াত নিষিদ্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
সাইফ-কারিনার বাড়িতে যাতায়াত নিষিদ্ধ সাইফ ও কারিনা

বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চিন্তিত সবাই। এমন সময় বলিউডে আবারো হানা দিয়েছে ভাইরাসটি।

এবার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার বন্ধু অমৃতা অরোরা।

একদিন আগে কারিনার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর প্রকাশে আসার পর বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) পক্ষ থেকে তার বাড়িতে সকলের যাতায়াত বন্ধ ঘোষণা করে সিল করে দেওয়া হয়েছে।

এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, আক্রান্ত হওয়ার পর তিনি ও তার পরিবার কোনো তথ্য দিচ্ছে না। করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করার অভিযোগও  উঠেছে তার বিরুদ্ধে।  

বিএমসি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘করিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। উনি এখনো পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন তাদের সংস্পর্শে এসেছেন, সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে’।  

এর আগে ইনস্টাগ্রাম পোস্টে কারিনা জানান, আক্রান্ত হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আইসোলেড করে নিয়েছি এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। এখন ভালো আসছেন, খুব দ্রুত সুস্থ হবেন বলেও আশা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।