ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে শর্ত মেনে ক্যাটরিনাকে বিয়ে করেছেন ভিকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
যে শর্ত মেনে ক্যাটরিনাকে বিয়ে করেছেন ভিকি ভিকি- ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের প্রেম-বিয়ে নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। বিয়ের পর অবশ্য সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসা পাচ্ছেন তারা।

তবে ক্যাটরিনাকে বিয়ে করার বিষয়টা খুব একটা সহজ ব্যাপার ছিল না ভিকির জন্য। সেজন্য তাকে বেশকিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একই সঙ্গে মানতে হয়েছে ক্যাটরিনা দেওয়া বিশেষ শর্তও!

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ক্যাটরিনা হ্যাঁ-না বলা পর্যন্ত ভিকি ক্যাটরিনাকে বিয়ের জন্য রাজি করাতে থাকেন। তখন বিয়ে করতে ভিকির সামনে বিশেষ শর্ত রাখেন ক্যাট। তিনি ভিকিকে জানান, ক্যাটরিনার মা, বোন এবং পুরো পরিবারকেও সেভাবে ভালোবাসতে হবে যেভাবে তিনি এই অভিনেত্রীকে ভালোবাসেন।

এরপর সব মেনেই ক্যাটরিনার মন জয় করে তাকে জীবন সঙ্গিনী করেন ভিকি।

৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।  

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা।  

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।