ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫০ শতাংশ ছাড়ে দেখা যাবে ‘লাল মোরগের ঝুঁটি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
৫০ শতাংশ ছাড়ে দেখা যাবে ‘লাল মোরগের ঝুঁটি’ ‘লাল মোরগের ঝুঁটি’র দৃশ্যে ভাবনা

ঢাকা ও নারায়ণগঞ্জের বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।  

সিনেমাটি দেখতে বিশেষ ছাড়ের সুযোগ তৈরি করে দিয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে টিকিট কিনে সপরিবারে উপভোগ করা যাবে এটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্স থেকে থাকছে তিনটি বিশেষ আয়োজন- এরমধ্যে মুক্তিযুদ্ধের সিনেমাগুলো দেখতে টিকেটে থাকছে ৫০ শতাংশ ছাড়। এছাড়াও স্থিরচিত্র প্রদর্শনী এবং র‍্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।

১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি, মিরপুর, মহাখালীর এসকেএস টাওয়ার শাখায় এ সুবিধা পাওয়া যাবে।  

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়।

‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

এর কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। এছাড়া প্রযোজনা করেছেন মাতিয়া বানু শুকু।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।