ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্লেব্যাকের স্বপ্ন পূরণ অথির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
প্লেব্যাকের স্বপ্ন পূরণ অথির অনিন্দিতা সাহা অথি

২০১৬ সালে সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ক্ষুদে গানেরাজ’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান সংগীতশিল্পী অনিন্দিতা সাহা অথি। এরপর নিয়মিত গেয়ে চলেছেন মঞ্চ, অডিও এবং নানা টেলিভিশন অনুষ্ঠানে।

শুরু থেকে অথির স্বপ্ন ছিল সিনেমার গানে কণ্ঠ দেওয়ার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন তিনি।

শাহীন সুমনের নতুন সিনেমা ‘কুস্তিগীর’-এর একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন অথি। গানটি পর্দায় গাইতে দেখা যাবে বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘দু-চোখের আড়ালে’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন এস কে দীপ এবং সংগীতায়োজন করেছেন সাদ শাহ্। অথির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সোহাগ শিমুল।

প্রথম প্লেব্যাক প্রসঙ্গে অথি বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল প্লেব্যাক করার। এবার সেই সুযোগ পেলাম। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। সময় ও সুযোগ পেলে প্লেব্যাকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। ’

চলতি বছর জুনে অথির প্রথম মৌলিক গান ‘দিন যায়’ ভিডিও আকারে প্রকাশ পায়। উর্বশী ফোরামের ব্যানারে ‘ভালোবেসে পাখিটি’ ও ‘বৃষ্টি রিমঝিম’সহ নিজের গাওয়া আরও বেশকিছু গান শিগগিরই প্রকাশ পাবে বলেও জানান এই গায়িকা।

উল্লেখ্য, গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে ‘কুস্তিগীর’ নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক। সিনেমাটিতে বাপ্পিকে কুস্তিগীরের চরিত্রে পাওয়া যাবে। আগামী ২২ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।