ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মোশাররফ করিমের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মোশাররফ করিমের নাটক

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রবির আবির’। এলিনা শাম্মীর রচনায় এটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ।

 

বিজয় দিবস উপলক্ষে নির্মিত নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী।  

‘রবির আবির’র গল্প ১৯৭১ সালের। এতে গ্রামের ছেলে হাবিব আর ফরহাদ জমজ ভাই। হাবিব ভালোবেসে গোপনে বিয়ে করেন সুরমাকে। তাদের এই বিয়ের কথা তখনও গ্রামের কেউ জানেন না। সুরমার গর্ভে হাবিবের সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। হাবিব মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেন।  

এদিকে হাবিব তার জমজ ভাই মসজিদের ইমাম ফরহাদকে দায়িত্ব দেয় সুরমার। ফরহাদকে বলেন, তিনি যদি যুদ্ধে গিয়ে আর ফিরে না আসেন, তবে যেন ফরহাদ সুরমার দায়িত্ব নেয়। শেষ পর্যন্ত হাবিব কি দেশ স্বাধীন করে ফিরতে পারবেন? এ প্রশ্নের উত্তর মিলবে নাটকটির শেষে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রবির আবির’।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।