ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে হাতিরঝিল মাতাবেন জেমস-হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বিজয় দিবসে হাতিরঝিল মাতাবেন জেমস-হাসান জেমস ও হাসান

করোনার সঙ্কট কাটিয়ে আবারো মঞ্চে গর্জে উঠেছে সংগীতশিল্পীরা। অন্যদের মতো নিয়মিতই কনসার্টে অংশ নিচ্ছেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই তারকা জেমস ও হাসানও।

 

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী  উপলক্ষে এবার তারা মাতাবেন হাতিরঝিল। বেশ লম্বা বিরতি কাটিয়ে আবার একই আয়োজনে গান গাইতে যাচ্ছেন নন্দিত এই দুই তারকা। তাদের সঙ্গে গাইবেন জনপ্রিয় গায়ক এসআই টুটুলও।  

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টায় রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’ শিরোনামের উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস ও হাসান।  

এ প্রসঙ্গে হাসান বলেন, শ্রোতাদের কাছে ফিরছি। ভালোই লাগছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে গান করব। যে জন্য আনন্দ আরও বেড়েছে। আশা করি, একটি জমজমাট কনসার্ট সবাইকে উপহার দিতে পারব।  

একসঙ্গে অনেক কনসার্ট করলেও এবার প্রায় দুই বছর পর জেমসের সঙ্গে একই মঞ্চে হাজির হচ্ছেন বলেও জানান তিনি।

‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটির আয়োজক ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।