ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
ঢাকায় মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’ ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পোস্টার

স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের উম্মাদনা শুরু হয়ে গেছে। ১৭ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।

 

একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। তাদের সবগুলো শাখা এবং অনলাইনে টিকেট পাওয়া যাচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর টিকেটের জন্য ভোর পাঁচটা থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকদের দীর্ঘ সারি দেখা গিয়েছিল। এ ধরণের চাপ এড়াতে এবার আগে থেকেই টিকেট বিক্রি শুরু করছে এ মাল্টিপ্লেক্স।  

‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই সিনেমায় স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।

গত ২৯ নভেম্বর আন্তর্জাতিকভাবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার আগাম টিকিট বিক্রি শুরু হয়। এরপর দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন এ সিনেমার টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে চাপ সামলাতে না পেরে ওয়েবসাইট ক্র্যাশ করেছিল।  

এদিকে অনলাইন টিকেটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। এ বছর তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে সফল সিনেমা ছিল মার্ভেলের ব্ল্যাক উইডো।

২০১৯ সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে টম হল্যান্ডের এ সিনেমার দিয়েই সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি করেছে ফ্যানড্যানগো। স্পাইডার ম্যান: নো ওয়ে হোম এর মাধ্যমে বক্স অফিস করোনার ধাক্কা থেকে বেরিয়ে স্বাভাবিক সময়ের আমেজ ফিরে পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।