ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম স্ত্রীর সঙ্গে জন আব্রাহাম

বলিউডে আবারো করোনার থাবা। এবার সস্ত্রীক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অভিনেতা জন আব্রাহাম।

টিকার দুইটি ডোজ নিয়েও জন ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল আক্রান্ত। মৃদু উপসর্গ নিয়ে তারা দু’জনই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। অভিনেতা নিজেই একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ইনস্টাগ্রামে জন লেখেন, ‘যদিও আমরা টিকার জোড়া ডোজ নিয়েছিলাম। আপনারা সকলে সাবধানে থাকুন আর মাস্ক পরুন। ’

‘ফোর্স’খ্যাত অভিনেতা আরও জানান, সম্প্রতি এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন তিনি। ওই ব্যক্তি কোভিড পজিটিভ হওয়ার খবর পরে জানতে পারেন জন। পরে স্ত্রীসহ এই তারকা করোনা পরীক্ষা করালে তাদেরও রিপোর্ট পজিটিভ আসে।

বলিউডে বেশ কিছুদিন ধরেই একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। কিছুদিন আগেই কারিনা কাপুর খান আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। সম্প্রতি ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদগর, নোরা ফাতেহি করোনায় আক্রান্ত হয়েছেন। গত মাসেই রিয়া কাপুর, তার স্বামী অর্জুনও আক্রান্ত হন। তবে তারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা সেটা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।