ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ের বিয়ে দিচ্ছেন এ আর রহমান, পাত্র কে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মেয়ের বিয়ে দিচ্ছেন এ আর রহমান, পাত্র কে? এ আর রহমান ও খাতিজা রহমান

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান তার মেয়ে খাতিজা রহমানকে বিয়ে দিচ্ছেন। এরই মধ্যে বাগদান হয়েছে তার।

ঘরোয়া অনুষ্ঠানে নিজের বাগদান সেরেছেন খাতিজা। একটি ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে এ খবর সবাইকে জানিয়েছেন তিনি নিজেই। ছবিতে গোলাপি এবং রুপালী রঙের একটি শাড়িতে খাতিজাকে দেখা গেছে। মুখ ঢাকা পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন মাস্ক। হবু বরের আলাদা একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন তিনি।  

খাতিজা জানান, কিছু ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২৯ ডিসেম্বর শুভ কাজটি সম্পন্ন হয়েছে। তার হবু বর রিয়াজদিন শেখ মোহম্মদ, যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।  

এর আগে সামাজিক মাধ্যমে বোরকা পরা ছবি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন খাতিজা। যদিও তার সেই ছবি নিয়ে নানা কথাও শুনতে হয়েছিল তাকে। কিন্তু ভদ্রভাবে সব সামাল দেন এই তরুণী

বাবার সংগীত পরিচালনাতে মাত্র ১৪ বছর বয়সে শোবিজে অভিষেক ঘটেছিল খাতিজার। এছাড়া গত বছর কৃতি শ্যাননের ‘মিমি’তে ‘রক অ্যা বাই বেবি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।