ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় হলুদের অনুষ্ঠানে গাইতে ছুটে এলেন বলিউডের বাদশাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
ঢাকায় হলুদের অনুষ্ঠানে গাইতে ছুটে এলেন বলিউডের বাদশাহ

বলিউডের তুমুল জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ছুটে এসেছেন ঢাকায়। দলবল নিয়ে একটি হলুদের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন অতিথিদের।

  

সামাজিক মাধ্যমে ওই হলুদের অনুষ্ঠানের বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।  

জানা যায়, রোববার (২ জানুয়ারি) রাতে রাজধানীর নতুন বাজার এলাকার অদূরে মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিতটিতে অংশ নেন বাদশাহ। তার সঙ্গে ছিলেন ভারতীয় সংগীতশিল্পী প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিল। ঘণ্টাব্যাপী নানা গানের অতিথিদের মাতিয়ে রাখেন তারা।

সানোয়ার চৌধুরী নামের এক ব্যক্তি হলুদের অনুষ্ঠান থেকে ফেসবুকে লাইভ করে জানান, পাত্র মাহিন ও পাত্রী লুবানার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানে ‘লাল গেন্দা ফুল’খ্যাত এই গায়ক অংশ নেন।  

বাদশাহর প্রকৃত নাম আদিত্য প্রতীক সিং। তিনি শাহরুখ খানের অনেক বড় ভক্ত। এই অভিনেতার ‘বাদশাহ’ সিনেমা দেখেই নিজের নাম বাদশাহ রাখেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।