ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রেম চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রেম চোপড়া প্রেম চোপড়া

জন আব্রাহামের পর এবার বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী উমাও কোভিড পজিটিভ।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তারা ভর্তি হয়েছেন।  

রোববার (০৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাদের দু’জনকেই চিকিৎসকরা প্রয়োজনে দেওয়া হয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি। দ্রুতই তারা সেরে উঠছেন, কয়েকদিনের মধ্যেই বাসায় ফিরবেন।  

এদিকে একই দিন অভিনেতা জন আব্রাহাম জানান তিনিও সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের হাসপাতালে যেতে হয়নি, বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্ত হওয়ার কথা জানান বলিউডের পরিচালক-প্রযোজক একতা কাপুরও।

২০২১ সালের শেষে এসে ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে বলিউডেও। একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। কিছুদিন আগেই কারিনা কাপুর খান আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। সম্প্রতি ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদগর, নোরা ফাতেহি করোনায় আক্রান্ত হয়েছেন। গত মাসেই রিয়া কাপুর, তার স্বামী অর্জুনও আক্রান্ত হন।  

তবে তারা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।