ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনার ভয়ে যে পদক্ষেপ নিলেন সালমান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
করোনার ভয়ে যে পদক্ষেপ নিলেন সালমান সালমান খান

শিগগিরই ‘টাইগার ৩’ সিনেমার শুটিংয়ে ফিরতে যাচ্ছেন সালমান খান। কিন্তু বড় সমস্যা এখন করোনার সংক্রমন বাড়তে থাকা।

এমন সময়ে শুটিংয়ে ফিরতে চাইলেও ভয়ে রয়েছেন ভাইজান। তাই সংক্রমন এড়াতে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছেন এই অভিনেতা।  

জানা গেছে, শুটিং সেটে যাতে বাড়তি লোক সমাগম না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয়েছে। এছাড়া যাদের শুটিংয়ের জন্য প্রয়োজন তারাই শুধু সেটে থাকবেন।  

সামনে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন সালমান খান। শুটিংয়ে সালমানের নিজস্ব একজন ফাইট কোঅর্ডিনেটর থাকবে। শুটিংয়ে সবাই নিয়ম মেনে চলছে কিনা সে বিষয়টি এ অভিনেতা নিজেই দেখবেন।  

সালমান খান ছাড়াও ‘টাইগার ৩’র শুটিংয়ে যোগ দেবেন ক্যাটরিনা কাইফও। ১৫ দিনের মতো শুটিং করলেই তার অংশের দৃশ্যধারণ শেষ হবে। শুটিংয়ে অংশ নেবেন আরও দুই তারকা ইমরান খান ও শাহরুখ খান।  

ইতিপূর্বে রাশিয়া, তুরস্কের মতো লোকেশনে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং হয়েছে। বলিউডের সব থেকে সফল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর পরিচালক মণীশ শর্মা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।