ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো অমিতাভের বাড়িতে করোনার হানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
আবারো অমিতাভের বাড়িতে করোনার হানা অমিতাভ বচ্চন

গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অমিতাভ বচ্চনসহ তার পরিবারের অন্যদের। নতুন বছরের শুরুতে ফের ‘বিগ বি’র বাড়িতে হানা দিলো কোভিড।

সম্প্রতি অমিতাভের দুই বাংলো জলসা ও প্রতীক্ষার মোট ৩১ জন কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইতোমধ্যে আক্রান্ত কর্মচারীকে কোভিড কেয়ার সেন্টারের রাখা হয়েছে। ওই ব্যক্তি ছিলেন উপসর্গহীন।

একটি ছবি পোস্ট করে অমিতাভ নিজেও জানিয়েছেন, বর্তমানে কঠিন কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন তিনি ও তার পরিবার।

২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিগ-বি। শুধু অমিতাভই নন আক্রান্ত হয়েছিলেন জয়া বচ্চন বাদে গোটা বচ্চন পরিবার। এর মধ্যে বয়সজনিত কারণে অমিতাভ ও কোমরবিডিটি থাকার কারণে অভিষেককে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। যদিও করোনাকে জয় করে ফিরে আসেন অমিতাভ। সুস্থ হন বচ্চন পরিবারের বাকি সদস্যরাও।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।