ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাড়িতে থেকেও করোনায় আক্রান্ত মিমি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বাড়িতে থেকেও করোনায় আক্রান্ত মিমি মিমি চক্রবর্তী

এবার করোনা আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী-সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সামাজিকমাধ্যমে এক পোস্ট করে এ খবর জানান অভিনেত্রী নিজেই।

 

মিমি লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বের হইনি বা কোনও বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখা সাক্ষাৎও করিনি।  

মিমি জানিয়েছেন, চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সবাইকে সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে অনুরোধ করেছেন এ অভিনেত্রী।

শুধু মিমি নয়, করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে অসুস্থতার কথা। তিনি জানান, উপসর্গহীন হয়েও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার।  

এদিকে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, রাজ চক্রবর্তী, শুভশ্রী, সৃজিত, পার্ণো, শ্রীজাতের মতো পশ্চিমবঙ্গের তারকারা।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।