ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার সপরিবারে করোনা আক্রান্ত সোহম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এবার সপরিবারে করোনা আক্রান্ত সোহম পরিবারের সঙ্গে সোহম

একের পর এক টলিউড তারকা কোভিড পজিটিভ হচ্ছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী।

তিনিসহ তার পরিবার সবাই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) লেখেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা কোভিড পজিটিভ। আমরা সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পরুন ও কোভিড-বিধি মেনে চলুন। ’

এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন ‘বোঝেনা সে বোঝেনা’খ্যাত এই অভিনেতা।  

কোভিডে বিপর্যস্ত হয়ে পড়েছে টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। সৃজিত মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন।

২১ জানুয়ারি সোহমের ‘ধর্মযুদ্ধ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এই সিনেমার পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিন অভিনেতা সোহম, শুভশ্রী, পার্ণো। তারা তিনজনই আক্রান্ত।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।