ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা মাসুদ পারভেজ সোহেল রানা

করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে কেবিনে নেওয়া হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।  

তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে আব্বুকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় বরেণ্য এই অভিনেতাকে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।