ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

বিনোদন

মাছ চাষে এবারো সফল হবো: নাঈম 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
মাছ চাষে এবারো সফল হবো: নাঈম  মাছ চাষে ব্যস্ত নাঈম, সঙ্গে রয়েছেন স্ত্রী শাবনাজ

ঢাকাই সিনেমার ৯০ দশকের ব্যাপক সাড়া জাগানো জুটি নাঈম-শাবনাজ। এই জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ প্রশংসিত হয়।

এরপর একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পর্দার বাইরে বাস্তব জীবনেও জুটি বেঁধেছেন এই জুটি।  

দুই সন্তানের পিতা-মাতা নাঈম-শাবনাজ বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। বর্তমানে পৈতৃক ব্যবসা এবং কৃষি কাজেও মনোযোগী নায়ক নাঈম। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে পৈতৃক ভিটাই তাদের বর্তমানের ঠিকানা। সেখানে সাদা-মাটা গ্রামীণ জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই জুটি।  

নাঈম-শাবনাজ জুটি গ্রামের বাড়িতে সময় কাটালেও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। নাঈম-শাবনাজ নামের একটি পেইজ থেকে নিজেদের কার্যক্রম নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তারা। সেখানে একাধিকবার তাদের কৃষি কাজের নানা চিত্র উঠে এসেছে। যা ভক্তদের কাছেও প্রশংসিতও হয়েছে।  

রোববার (৯ জানুয়ারি) মাছ চাষ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন নাঈম, সঙ্গে রয়েছেন স্ত্রী শাবনাজ এমন তিনটি ছবি শেয়ার প্রকাশ হয় পেইজ থেকে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে, আলহামদুলিল্লাহ,আল্লাহর রহমতে মাছ চাষে এবারও সফল হবো আশা করছি।  

১৯৯১ সালে পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। প্রায় সব সিনেমায় তার স্ত্রী শাবনাজের সঙ্গে অভিনয় করেন তিনি।

নাঈমের ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। আর নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ সিনেমা হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান' সিনেমায় অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।