ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজেকে নিজে রক্ষা করতে না পারলে অন্য কেউ করবে না: প্রভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নিজেকে নিজে রক্ষা করতে না পারলে অন্য কেউ করবে না: প্রভা সাদিয়া জাহান প্রভা

নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন করে জল্পনা তৈরি করেছে।

গত বছর থেকেই তারা সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে।

তবে দুই তারকার কেউ সরাসরি বিষয়টি এখনো স্বীকার করেননি।

এদিকে  সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রভা জানান, গত বছরটি তাকে বদলে দিয়েছে। এছাড়া নিজেকে নিজে রক্ষা করতে না পারলে অন্য কেউ করবে না বলেও মত প্রকাশ করেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটি’ই ক্ষণস্থায়ী। ’ 

তিনি আরও লেখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে, অথবা হালকা করে ধরলেই যে চলে যাবে- বিষয়টি ঠিক নয়। ’

প্রভা লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না। গত বছরটি গেম চেঞ্জার ছিল। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।