ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৭ অক্টোবর বিয়ে করেছেন পরী-রাজ

জে আই মোহসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
১৭ অক্টোবর বিয়ে করেছেন পরী-রাজ পরী ও রাজ

২০২১ সালে ১৭ অক্টোবর চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজ নিজেই বিষয়টি জানিয়েছেন।  

সোমবার (১০ জানুয়ারি) রাজ বলেন, ‘গত বছরের ১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হচ্ছে। পরী মা হওয়ার পর আমরা বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করব। ’

জানা যায়, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার শুটিংয়ের সময় পরীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান রাজ। এরপর তারা বিয়ে করেন।

প্রেম প্রসঙ্গে রাজ বলেন, 'আসলে গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এরপরেই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। '

এদিকে সোমবার পরীমনি জানান তিনি মা হতে চলেছেন। এরপরই ‘ন ডরাই’খ্যাত অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ের বিষয়টিও প্রকাশ করেন।

পরীমনি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।  

‘বিশ্বসুন্দরী’খ্যাত এই তারকা বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। ’

এখন থেকে আগামী দেড় বছর আর কোনো শুটিং করবেন না বলেও জানান পরী। সন্তানকে সুন্দরভাবে পৃথিবীর মুখ দেখাতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।