ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খুব বড় করে বিয়ের অনুষ্ঠান হবে: রাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
খুব বড় করে বিয়ের অনুষ্ঠান হবে: রাজ

নায়িকা পরীমনি মা হচ্ছেন, এ খবর সোমবার দুপুর থেকেই আলোচনায়। আর সেই সঙ্গে আলোচনায় এসেছে পরীমনির বিয়ে করা না করা প্রসঙ্গ।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ।  

বিয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গত বছরের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন। বিষয়টি তারা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা হওয়ার খবর আর গোপন রাখতে পারেননি।  

গোপন রাখার চেষ্টার কারণেই বিয়ের অনুষ্ঠান করা হয়নি। তবে তিনি বলেছেন, আমরা খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করবো, সবাইকেই দাওয়াত করবো।

রাজের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচিত হন। এর আগে তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটক অভিনয় করেন। চলচ্চিত্রাঙ্গনে আসার আগে তিনি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।