ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরামের সভাপতি হলেন রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরামের সভাপতি হলেন রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক

পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের সভাপতি হলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। এর আগে এই পদে ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

অন্যদিকে আগের কমিটির কার্যনির্বাহী সভাপতি ছিলেন প্রসেনজিৎ। তার জায়গায় নতুন কমিটিতে স্থান পেয়েছেন অভিনেতা জিৎ।  

আর্টিস্টস ফোরামের সভাপতি হওয়ার পর রঞ্জিত মল্লিক বলেন, ‘নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন এই ফোরামের সঙ্গে যুক্ত আছি। যা হবে ভালোই হবে আশা করি। ’

এক নজরে পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নতুর কমিটি: 

সভাপতি- রঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সভাপতি-জিৎ। সহ সভাপতি-সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখার্জি, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, ভরত কল।

সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়, যুগ্ম সম্পাদক- দীগন্ত বাগচি, অঙ্কুশ হাজরা, সহকারী সম্পাদক- কুশল চক্রবর্তী, শুভাশিস মিত্র।

কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী, সহকারী কোষাধ্যক্ষ-সোহন চট্টোপাধ্যায়।  

কার্যনির্বাহী পরিষদে রয়েছেন- পার্থ সারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।