ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্বাচনের আগে হঠাৎ কেন অভিনেত্রীদের মিলন মেলা?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
নির্বাচনের আগে হঠাৎ কেন অভিনেত্রীদের মিলন মেলা?

শোবিজ অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন।

একই দিনে অনুষ্ঠিত নাট্যাঙ্গনের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন।  

নির্বাচনের আমেজের মধ্যেই এবার নাট্যাঙ্গনের বেশ কয়েকজন অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেল। দেখেই বোঝা যাচ্ছে এ যেন এক মিলন মেলা। নির্বাচনের আগে অভিনেত্রীদের এমন মিলন মেলার ছবি দেখে অনেকের মনে প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি শিল্পী সংঘের নির্বাচনে নারীদের কোনও প্যানেল হতে যাচ্ছে?

বিষয়টি মোটেও তেমন নয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) অভিনেত্রী রুনা খানের জন্মদিন ছিল। জন্মদিনে রুনা তার বাসায় পার্টির আয়োজন করেছিলেন। সেখানে রুনার আমন্ত্রণে হাজির হয়েছিলেন অভিনেত্রীরা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায়, একটি টি-টেবিলের ওপর দুটি কেক রাখা হয়েছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছেন অভিনেত্রী রুনা খান, নাদিয়া আহমেদসহ আরো কয়েকজন।  

তাদের চারপাশে খানিকটা বৃত্তাকারে দাঁড়িয়েছিলেন- ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা, অহনা রহমান, সারিকা সাবা, মনিরা মিঠু, তানিয়া আহমেদ, তানিয়া হোসাইন, নোভা ফিরোজ, রুমানা রশীদ ঈশিতা, সিনথিয়া ইয়াসমীন, কণ্ঠশিল্পী কনা। এই পার্টিতে আরও হাজির হয়েছিলনে রিচি সোলায়মান, বুলবুল টুম্বা, চয়নিকা চৌধুরী, মুনা চৌধুরীসহ অনেকে।

অভিনেত্রী রুনা খান প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন। টেলিভিশন নাটকে অভিনয় করলেও ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।