ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালাইকার সঙ্গে বিচ্ছেদ, গুজব উড়িয়ে দিলেন অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
মালাইকার সঙ্গে বিচ্ছেদ, গুজব উড়িয়ে দিলেন অর্জুন মালইকা-অর্জুন

১১ বছরের বড় মালাইকার সঙ্গে প্রেমে জড়িয়ে কম আলোচনার জন্ম দেননি বনি কাপুরের ছেলে অর্জুন। তেমনি আরবাজ খানকে ছেড়ে এসে কম সাহসের পরিচয় দেননি মালাইকাও।

চলতি বছরই অর্জুনের সঙ্গে প্রেমের পাট চুকিয়ে ঘরও বাঁধার কথা। কিন্তু বলিপাড়ায় খবর রটেছে বিচ্ছেদ হচ্ছে অর্জুন-মালাইকার।

আলোচনা যখন তুঙ্গে তখনই সামনে এলো একটি ফটো। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অর্জুন নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সেই সাদা-কালো ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন অর্জুন। সামনে মালাইকা। ফটোর ক্যাপশনে লেখা, ‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই। ’

এর আগে বুধবার সকালে একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়- মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে। এক সপ্তাহ ধরে মালাইকা বাড়ির বাইরে পা ফেলছেন না। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। এই সময় অর্জুনও যাননি প্রেমিকার ঘরে। তবে এই ফটো পোস্ট করে সব গুজব উড়িয়ে নিন্দুকের মুখ ভোঁতা করে দিয়েছেন অর্জুন।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২২
ইইউডি/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।