ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই মেয়ের পর এবার ছেলে দত্তক নিলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
দুই মেয়ের পর এবার ছেলে দত্তক নিলেন সুস্মিতা

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দুই কন্যাসন্তানের মা। দু’জনকেই দত্তক নিয়ে যত্নে বড় করে তুলছেন তিনি।

এবার তাদের ঘরে এলো আরও এক নতুন অতিথি।

দুই মেয়ের পর এবার ছেলে দত্তক নিলেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী। এখন তিন সন্তানের মা তিনি।

সুস্মিতার ভালোবাসায় তার দুই মেয়ে রিনি আর আলিশা বড় হয়ে উঠছে। প্রায়ই মেয়েদের নিয়ে তাকে ভিডিও প্রকাশ করতে দেখা যায়। তবে সংসারে বোধহয় ভাইয়ের অভাব বোধ করছিল দুই বোন, তা পূরণ করে দিলেন মা সুস্মিতা।

বুধবার (১২ জানুয়ারি) দুই মেয়েকে নিয়ে গিয়ে নতুন দত্তক পুত্রসন্তানকে বাড়িতে এনেছেন সুস্মিতা। তবে ছেলের নাম কী রেখেছেন, তা এখনো জানাননি এই তারকা। অভিনেত্রীর এমন মহানুভবতায় অনেকে প্রশংসা করেছেন।  

ডিসেম্বরে ১১ নম্বর প্রেমিক রহমান শলের সঙ্গে সম্পর্কের ভাঙার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর বিষণ্ণতায় ছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার বেদনা কাটিয়ে উঠার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি দুই মেয়েকে নিয়ে নাচের তালে সব ভোলার চেষ্টায় মগ্ন থাকতে দেখা যায় তাকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সুস্মিতা।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।