ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত সোহেল রানা, বাসায় ফিরবেন শুক্রবার 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
করোনামুক্ত সোহেল রানা, বাসায় ফিরবেন শুক্রবার  মাসুদ পারভেজ সোহেল রানা

করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। শুক্রবার (১৪ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।  

তিনি বলেন, আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারিরীক অবস্থা বেশ ভালো। শুক্রবার তাকে বাসায় নিয়ে যাব। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো বেশ কিছুদিন সময় লাগবে।  

মাশরুর পারভেজ আরো বলেন, বাসায় নেওয়া হলেও আব্বুকে ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে। ৩-৪ সপ্তাহ পর আবারো হাসপাতালে নিয়ে তার শারিরীক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।  

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বরেণ্য এই অভিনেতাকে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।