ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্মিত হচ্ছে কপিল শর্মার বায়োপিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
নির্মিত হচ্ছে কপিল শর্মার বায়োপিক কপিল শর্মা

ভারতের তুমুল জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান কপিল শর্মার সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা।  

বায়োপিকটির নাম রাখা হয়েছে ‘ফানকার’।

পরিচালনা করবেন মৃগদীপ সিং লাম্বা। এর আগে তিনি পরিচালনা করেছেন ‘ফুকরে’। সিনেমা নির্মাণের বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। প্রযোজক মহাবীর জৈন।  

তিনি জানান, কপিলের জীবন নিয়ে সিনেমা তৈরি হবে। লাইকা প্রযোজনা সংস্থা তৈরি করবে ‘ফানকার’।  

এদিকে পরিচালক মৃগদীপ বলেন, ‘ভারতের অন্যতম ফানকারের জীবন দর্শকের সামনে তুলে ধরতে চাই আমি। লাইকা প্রোডাকশনস ও মহাবীর জৈন কিছুদিন আগেই অক্ষয় কুমারের সঙ্গে ‘রামসেতু’ তৈরি করেছেন। দেশের লাখ লাখ মানুষকে প্রতি নিয়ত হাসিয়ে চলেছেন কপিল। তিনিই তাদের ডোপামাইন হরমোন। ভেবে ভালো লাগছে লাইকা ও মহাবীর সিনেমাটির প্রযোজক। ’

তবে বায়োপিকটিতে কে অভিনয় করবেন, সেটা এখনো জানানো হয়নি।

এদিকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানায়, অমৃতসরের রাস্তা থাকে মুম্বাইয়ের সেট, এটাই কপিল শর্মার জার্নি। তিনি আমাদের নিরন্তর মনোরঞ্জন করে চলেছেন। নেটফ্লিক্সের সঙ্গে কমেডি স্পেশ্যাল শো করতে চলেছেন কপিল।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।