ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেডরুমের গোপন কথা ফাঁস করলেন আলিয়া 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বেডরুমের গোপন কথা ফাঁস করলেন আলিয়া  আলিয়া ভাট

এই সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার যে কোনও মন্তব্য সংবাদের শিরোনামে উঠে আসে।

এবার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে আলোচনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকা।  

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সেক্স পজিশন নিয়ে মুখ খুলেছিলেন। এই বলিসুন্দরী জানিয়েছেন, তার প্রিয় যৌন অবস্থান হলো ‘ক্লাসিক মিশনারি’।

বিষয়টি নিয়ে অভিনেত্রীর ভাষ্য, সন্ন্যাসিনীরা যেভাবে সহজ সরল জীবন-যাপন করেন, তিনিও যৌন জীবনটাকে সেভাবেই উপলব্ধি করেন। কারণ তিনিও একজন সহজ-সরল মানুষ।  

আলিয়া দীর্ঘদিন ধরে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শিগগিরই নাকি বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। যদিও তাদের বিয়ের নির্ধারিত সময় জানা যায়নি।  

২০২২ সালের প্রথমদিনে বর্ষবরণ উদযাপন করতে কেনিয়ার মাসাইমারাতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেখানেই প্রেমিকার ছবি লেন্সবন্দি করেন রণবীর। ইনস্টাগ্রামে সেই সময়ের একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।