ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গীতিকবি-সুরকার স্বপ্নীল আর নেই

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
গীতিকবি-সুরকার স্বপ্নীল আর নেই এফ এইচ সরকার স্বপ্নীল

গীতিকবি-সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

স্বপ্নীলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সন্দীপন। প্রায় দুই দশকের সংগীত জীবনের এই দুই শিল্পী স্বপ্নীলের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন।  

সন্দীপন বলেন, ‘স্বপ্নীলের ভাগ্নে নিহাদ আমাকে বিষয়টি নিশ্চিত করে। চট্টগ্রাম থেকে গানের টানে ঢাকায় এসে আমাদের পথচলা একসঙ্গে শুরু। ২০০৬ সালে প্রকাশ হওয়া আমার একক অ্যালবাম ‘আয় প্রাণের উৎসবে’র সব গান তার লেখা ও সুর করা। আজ সেই প্রিয় বন্ধুটাকে হারিয়ে ফেললাম। ’

স্বপ্নীলের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। গানের টানেই ১৯৮৮-৮৯ সালের দিকে ঢাকায় চলে আসেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝিরে প্রভৃতি।

স্বপ্নীলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।