ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজবাড়ীতে শুরু হয়েছে ‘হরিজন পল্লী’র শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
রাজবাড়ীতে শুরু হয়েছে ‘হরিজন পল্লী’র শুটিং

রাজবাড়ীতে শুরু হয়েছে ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’। সকাল আহমেদের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করছেন তাসনুভা তিশা ও আরোশ খান।

 

রোববার (১৬ জানুয়ারি) রাজবাড়ী জেলা সদরে অবস্থিত হরিজনদের নিজস্ব এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে। এর প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে বিষয়টি জানানো হয়েছে।

হরিজনদের জীবন বৈচিত্র্য নিয়ে ‘হরিজন পল্লী’র গল্প লিখেছেন সৈয়দ আশিক রহমান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, এই কাজটি আমার কাছে একটি স্বপ্নের মতো হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে এর চিত্রায়ন নিয়ে আমি চিন্তা ও চর্চা করে যাচ্ছি। আজ শুটিং শুরু করলাম। আশাকরি দর্শক দারুণ কিছু পাবেন।

হরিজনদের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিকভাবে দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এর কাহিনীকার। ফলে তাদের সমস্যাগুলো নিয়ে সবাই সচেতন হবেন।  

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও আফ্রি সেলিনাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।