ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে লুইপার গানে টলিউডের নুসরাতের নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
প্রকাশ্যে লুইপার গানে টলিউডের নুসরাতের নাচ লুইপা ও নুসরাত

বাংলাদেশের সংগীতশিল্পী লুইপার কণ্ঠে পর্দায় নাচলেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান।  

রোববার (১৬ জানুয়ারি) ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ পেয়েছে টি এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

এর কথা-সুর ও সংগীতায়োজন কৌশিক হোসেন তাপসের। নাচের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

আইটেম ঘরানার গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘গানটাতে আমাকে একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। পুরো গানটি শুনলে আমাকে খুঁজে পাওয়া যাবে নতুন করে। ’

অন্যদিকে সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্স তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম। টিজার প্রকাশেই তোলপাড় পড়ে ভারতীয় মিডিয়ায়।

এক ভিডিওবার্তায় নুসরাত বলেন, ‘তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে। ’ 

ডিসেম্বরে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। বাংলা গানকে বিশ্বমানে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে যাত্রা শুরুর পর থেকেই একের পর এক চমক নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।