ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খেলায় হারলে কাঁদেন বিরাট, পাশে বসে দেখেন আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
খেলায় হারলে কাঁদেন বিরাট, পাশে বসে দেখেন আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে খেলায় হেরে গেলে পাশে বসে কাঁদতে দেখেন স্ত্রী আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখে এমনটাই জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এতে মন ভেঙেছে তার ভক্তদের। সে প্রসঙ্গ টেনেই স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট আনুশকার।

অভিনেত্রী লেখেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে তোমার অবদানে আমি গর্বিত। তোমার নেতৃত্বে যেভাবে টিম এগিয়েছে, তা বহুবার আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু তুমি কি জানো, এসব থেকেও তোমার নিজের মধ্যে যে বৃদ্ধি হয়েছে তাতে আমি আরও বেশি গর্বিত। ’

আনুশকা লেখেন, ‘তোমার শক্তির প্রতিটি কণা তুমি মাঠে দেওয়ার চেষ্টা করেছ। প্রতিটি হারের পর তোমার কান্না ভেজা চোখ আমি দেখেছি…হার তোমায় ভাবাত, কী করা যেত আর? এই জন্যই তো তুমি তুমিই সকলের থেকে আলাদা। তুমি তো ভান করতে পার না, বিরাট। তুমি যে শুদ্ধ। ’

সবশেষে স্বামীকে নিয়ে ‘পিকে’খ্যাত তারকা বলেন, ‘তুমি পদের লোভ করোনি কোনোদিন। তুমি সীমাহীন, আমাদের মেয়েও তার বাবার এই সাত বছরের জার্নি থেকে বহু কিছু শিখবে। যা করেছ ভালো করেছ। ’

২০১৭ সালের ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে আসে প্রথম কন্যাসন্তান বামিকা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।