ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেসবুক-ইউটিউব থেকে মাসে ৩ লাখ পর্যন্ত আয় হিরো আলমের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
ফেসবুক-ইউটিউব থেকে মাসে ৩ লাখ পর্যন্ত আয় হিরো আলমের! হিরো আলম

সমালোচনা যতই হোক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম থেমে নেই। তিনি নিজের মতো করেই বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করেই চলেছেন।

তবে শখ থেকে শুরু করলেও এখন এটিই তার অন্যতম আয়ের মাধ্যম।

হিরো আলমের ভিডিও দেখে বা গান শুনে মানুষ যখন সমালোচনায় ব্যস্ত, ঠিক তখন মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করে নিচ্ছেন তিনি।

ফেসবুকে হিরো আলমের ফলোয়ার ১৯ লাখ। আর ইউটিউবে তার অফিসিয়াল সাবস্ক্রাইবার ১৩ লাখেরও বেশি। এই দুই মাধ্যম থেকেই তিনি আয় করে চলেছেন বলে জানিয়েছেন হিরো আলম নিজেই।  

হিরো আলম বলেন, ‘কোনো মাসে দেড় লাখ, কোনো মাসে ৩ লাখ আবার কোনো কোনো মাসে ৫০ হাজার টাকা আয় হয়। রোজগারের একটা বড় অংশ মানুষের হাতে তুলে দিই। শুধু সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত অর্থ নয়, শো করে আমি যে টাকা পাই তার একটা বড় অংশ আমি মানুষের সেবায় ব্যয় করি। ’

বর্তমানে হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’ও ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।