ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আল্লু অর্জুনের বাড়ির দাম ১০০ কোটি, রয়েছে ব্যক্তিগত বিমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আল্লু অর্জুনের বাড়ির দাম ১০০ কোটি, রয়েছে ব্যক্তিগত বিমান স্ত্রী সন্তানের সঙ্গে আল্লু অর্জুন

তারকাদের বিলাসী জীবন-যাপনের বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু অভিনেতা বা অভিনেত্রীদের সম্পদের পরিমাণ জানার ব্যাপারে সবসময়ই ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের একটি বাড়ি দাম শুনে যে কারো চোখ কপালে ওঠে যাবে। এই অভিনেতা যে বাংলোতে থাকেন, তার মূল্য ১০০ কোটি রুপি। হায়দ্রাবাদে অবস্থিত সেই বাংলোটির নাম ‘ব্লেসিং’ বা আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই বসবাস আল্লুর।

একই সঙ্গে অভিনেতার রয়েছে ব্যক্তিগত বিমান। খুব কম তেলুগু অভিনেতার কাছে ব্যক্তিগত বিমান রয়েছে। এছাড়াও এই তারকার রয়েছে ৭ কোটি রুপির একটি ভ্যানিটি ভ্যানও। যা এর আগেও সংবাদের শিরোনামে এসেছিল।  

বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িও রয়েছে আল্লু অর্জুনের। যেগুলো ১ কোটি ২০ লাখ থেকে শুরু করে ৩ কোটি ৮৮ লাখ রুপির দামের মধ্যে।

এসব সম্পত্তি সবই সিনেমার আয় থেকে করেছেন আল্লু অর্জন। বর্তমান সময়ে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা তিনি।

এদিকে, ডিসেম্বরে মুক্তি পাওয়া আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বক্স অফিসে। ২০২১ সালের শেষে এসে সিনেমাটি দর্শক মাতিয়ে চাঙ্গা করে দিয়েছেন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি।

মাত্র এক মাসেই ৩০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে ‘পুষ্পা’। সিনেমাটির লাভের একটি অংশ যাচ্ছে নায়ক আল্লু অর্জুনের পকেটে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।