ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজের বোকামিতে ধরা খেলেন শহীদ কাপুর! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
নিজের বোকামিতে ধরা খেলেন শহীদ কাপুর!  শহীদ কাপুর

এবার বড় ধরনের ভুল করে বসলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। মনের ভুলে নিজের আসন্ন সিনেমার লুক ফাঁস করে দিয়েছেন তিনি।

এ জন্য নির্মাতা আলি আব্বাস জাফরের কাছে ধমকও খেয়ে হয় এই অভিনেতাকে।  

সোমবার (১৭ জানুয়ারি) নির্মাতা জাফরের জন্মদিন ছিল। এই নির্মাতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটি ছবি শেয়ার করেন শহীদ। ছবিতি দেখা যায়, নির্মাতা ও নায়ক একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন।  

এর ক্যাপশনে শহীদ লেখেন, ‘শুভ জন্মদিন আলি আব্বাস জাফর। খুব ভালোবাসি ভাই। সেটে তোমার সঙ্গে দেখা হওয়ার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না। ’

এর উত্তরে নির্মাতা জাফর লেখেন, ‘ধন‍্যবাদ শহীদ কাপুর। লুকটা ফাঁস করে দিলে! খুব ভালো। ’

২০২১ সালের নভেম্বরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন শহীদ ও জাফর। এখনও সিনেমাটির নাম প্রকাশ‍্যে না আসলেও ধারণা পাওয়া গেছে, ক্রাইম ও অ্যাকশনে ভরপুর থাকবে এর গল্প । একটি ফরাসি সিনেমার হিন্দি রিমেক হতে চলেছে এটি।  

এদিকে করোনার জন্য আটকে রয়েছে শহীদের আরেক সিনেমা ‘জার্সি’। সিনেমাটি ২০২১ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেছে। তবে কবে এই সিনেমা মুক্তি পাবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।