ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন দিনের ব্যবধানে করোনা পজিটিভ তনুশ্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
তিন দিনের ব্যবধানে করোনা পজিটিভ তনুশ্রী তনুশ্রী চক্রবর্তী

টলিউডে আবারো করোনার হানা। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

বেশ কিছুদিন ধরে বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। তবুও ভাইরাসটি বাসা বেঁধেছে তার শরীরে।  

সামাজিকমাধ্যমে তনুশ্রী নিজেই আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই নাায়িকা লেখেন, ‘সব ধরনের সাবধানতা অবলম্বন করার পরও কোভিড আক্রান্ত হলাম, আমার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই পরিবারের সবার থেকে নিজেকে আলাদা করে ফেলেছি। ’ 

তিনি আরও জানান, তিন দিন আগেই টেস্ট করেছিলেন, কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তবুও দুদিন আগেই তার খুব জ্বর এলে ফের টেস্ট করান এবং এরপর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত জ্বর নেই, তবুও চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।  

করোনার তৃতীয় ঢেউয়ে টলিউডের বহু তারকা আক্রান্ত হয়েছেন। সে তালিকায় রয়েছেন দেব, মিমি থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। বেশ কয়েকজন নির্মাতা ও সংগীতশিল্পীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।