ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
করোনায় আক্রান্ত ন্যানসি নাজমুন মুনিরা ন্যানসি

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।

তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান এই শিল্পী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।

ন্যানসির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও করোনা টেস্ট করা হবে বলেও জানান তিনি।  

এদিকে সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যানসি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগেও দুই সন্তানের মা হন ন্যান্সি। তাদের নাম রোদেলা ও নায়লা।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।