ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রযোজকের সঙ্গে ‘স্ত্রীর’ প্রেমের বিষয়ে মুখ খুললেন রাহুল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
প্রযোজকের সঙ্গে ‘স্ত্রীর’ প্রেমের বিষয়ে মুখ খুললেন রাহুল রাহুল ব্যানার্জী-প্রিয়াঙ্কা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার নাকি প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রেম করছেন! কয়েকদিন ধরেই এমন খবর প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কার স্বামী অভিনেতা রাহুল ব্যানার্জী।

তিনি বলেন, প্রিয়াঙ্কা একজন প্রাপ্তবয়স্ক নারী, তার যা ইচ্ছে তিনি করতে পারেন।  

স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না রাহুল। এ অভিনেতার কথায়, প্রথমত আমি এ রকম কোনো খবর পাইনি যে প্রিয়াঙ্কা আর রানাদা প্রেম করছে। আর যদি করেও থাকে, সেটা সম্পূর্ণ প্রিয়াঙ্কার ব্যক্তিগত বিষয়। আমার কোনো বক্তব্য থাকতেই পারে না।

সম্প্রতি প্রিয়াঙ্কা দূর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন। স্ত্রীর এমন অবস্থায় পাশে থাকতে চান জানিয়ে রাহুল বলেন, প্রিয়া‌ঙ্কা আমার সন্তানের মা। সেই সম্পর্কটা কোনো দিন বদলাবে না। কিন্তু এর বেশি আর কোনো ব্যাপারে সাবেকদের জড়িত না থাকাই ভালো।  

আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও কয়েক বছর ধরে আলাদা থাকছেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদের আইনি বিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।