ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার ‘গু-কাকু’ সিনেমায় মোশাররফ করিম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কলকাতার ‘গু-কাকু’ সিনেমায় মোশাররফ করিম মোশাররফ করিম

কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমার নাম শুনলে অবাক লাগতে পারে।

সিনেমার নাম ‘গু-কাকু’, ইংরেজিতে ‘দ্য পটি আংকেল’।

২০২১ সালে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় মোশাররফ করিমের। প্রথম সিনেমা দিয়েই সেখানকার দর্শকদের মন জয় করে নেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘গু-কাকু’ সিনেমায়।  

নব্বই দশকের পশ্চিমবাংলার এক মফস্বল শহরকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। এটি নির্মাণ করতে যাচ্ছেন মণীশ বসু। প্রযোজনা করেছেন মোজো প্রোডাকশন।  

নির্মাতা মনীশ জানান, মোশাররফ করিমের সঙ্গে সিনেমাটিতে দেখা যাবে ওপার বাংলার নন্দিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এই প্রথম এক সিনেমায় দেখা মিলবে দুই বাংলার জনপ্রিয় দুই অভিনেতাকে।  

জানা যায়, এই দুই তারকা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও থাকছেন তনুশ্রী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা। সব কিঠু ঠিক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়:১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।